বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসারকে স্ট্যান্ড রিলিজ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৯:০৯ পিএম

চাটখিলে রোগীর কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার আব্দুল্যাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেলোয়ার হোসেন (৩৫) নামে হাত একজন হাত ভাঙ্গা রোগী জরুরী ওয়ার্ডে চিকিৎসা সেবা নিতে আসলে জরুরী ওয়ার্ডে কর্মরত সহকারি মেডিকেল অফিসার আব্দুল্যাহ আল মামুন প্লাষ্টারের অজুহাত দেখিয়ে রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে দেড় হাজার টাকা দাবি করে। বিষয়টি রোগীর শুভাকাঙ্ক্ষী ফোনে স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম কে জানান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ডিপার্টমেন্টাল ইন্টার্নাল সমস্যার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

অপরদিকে, জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চাটখিল উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য পর্যায়ক্রমে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের উদ্যোগ গ্রহণে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। আজ শনিবার সকালে পূর্ব খিলপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন তিনি। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও চাটখিল থানার ওসি তদন্ত উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন