বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রানি হওয়ার আগে কোনো ভাতাই নেবেন না এই ডাচ রাজকুমারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৯:৪৭ পিএম

ডাচ রাজকুমারি ক্যাথেরিনা আমালিয়া (ফাইল ছবি)


নেদারল্যান্ডের ১৭ বছর বয়সী রাজকুমারি ক্যাথেরিনা আমালিয়া সামনের বছর রানির দায়িত্ব পাবেন। নিয়মানুযায়ী রানি হওয়ার আগ পর্যন্ত বছরে ১৪ লাখ পাউন্ড ভাতা পাওয়ার কথা তার। কিন্তু বিশাল অঙ্কের এই ভাতা গ্রহণে অস্বীকৃতি জানালেন এই ডাচ রাজকুমারি। -ডেইলি মিরর

ক্যাথেরিনা সাফ জানিয়ে দিয়েছেন, রানীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিবেন না। কারণ, বিপুল এই অর্থ কোনোভাবে ফেরত দিতে না পারলে অস্বস্তিতে ভুগবেন তিনি। এই রাজকুমারি এ সংক্রান্ত একটি চিঠি লিখেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী বরাবর। উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরে ১৮তম জন্মদিন পালন করবেন তিনি। সম্প্রতি মাধ্যমিকের গন্ডি পার করেছেন, অনার্স শুরু করার আগে এক বছরের বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে বেলজিয়ামের এক রাজপুত্রের সাথে তার প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dadhack ১৯ জুন, ২০২১, ১০:১৬ পিএম says : 0
এরা কত Honest অথচ আমাদের দেশের সরকার প্রধান আমাদের ট্যাক্সের টাকায় রাজা রানীর মত থাকে অথচ আমাদের দেশের কোটি কোটি লোক গরিব বস্তির মতো জায়গায় বাস করে মাছ মাংস দুধ ফলমূল খেতে পায়না
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন