বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরমাণু অস্ত্র কার্যক্রম নিরীক্ষা করে দেখছে পাকিস্তান

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন করে পরমাণু অস্ত্র কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান। কাশ্মীরে উরি সেনাঘাঁটিতে হামলার উচিত জবাব দেয়ার ভারতের ঘোষণার পর নড়েচড়ে বসা পাকিস্তান এ উদ্যোগ নিয়েছে। এছাড়া সহায়তা দানকারী যুক্তরাষ্ট্র, জাপান ও অন্য দেশের চাপের মুখেও রয়েছে পাকিস্তান। এদিকে চলতি সপ্তাহে পরমাণু অস্ত্রের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবরে বলা হয়, পরমাণু সরঞ্জাম সরবরাহ গ্রুপের (এনএসজি) সদস্য হওয়ার জন্য জাপানের সমর্থন চেয়েছে পাকিস্তান। কিন্তু উত্তর কোরিয়ায় পরমাণু সরঞ্জাম সরবরাহ করে জাপানের জন্য হুমকি বাড়িয়ে তোলায় উদ্বেগ প্রকাশ করেছে জাপান। এ অবস্থায় পরমাণু কার্যক্রম নিয়ে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অবনতির কারণে পাকিস্তানকে পরমাণু কার্যক্রম সীমিত রাখার কথা বলে থাকতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু পাকিস্তান বলেছে, তাদের জন্য যে পরামর্শ দেওয়া হচ্ছে, তা যেন ভারতের জন্যও প্রয়োগ করা হয়। এদিকে জন কেরির পরমাণু কার্যক্রম সীমিত রাখার আহ্বানে পাকিস্তান সরাসরি না বলে দিয়েছে। এ ক্ষেত্রেও তাদের কথা পরিষ্কার, যদি তা করতে হয়, তবে ভারতকেও করতে হবে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোদি জন কেরির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেন, পাকিস্তানের পরমাণু কার্যক্রম সীমিত করা হবে না। বিশ্বের উচিত, ভারত যে পরমাণু কার্যক্রম চালাচ্ছে, আগে তার ইতি টানতে হবে। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন