বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এক আসরে পাঁচশ রানের রেকর্ড বাবর আজমের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১১:২৯ এএম

তারকা ক্রিকেটার বাবর আজম। তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড করেছেন। এবার পাকিস্তান সুপার লিগের এক আসরে এতদিন কোন ব্যাটসম্যানের পাচশ রানের রেকর্ড ছিল না। ফর্মের তুঙ্গে থাকা বাবর আজম তা করে দেখালেন এবার। শনিবার রাতে ব্যাট হাতে ২৩ রান করার সুবাদে প্রথম ক্রিকেটার হিসেবে পাচশ রানের মাইলফলক স্পর্শ করেন করাচিং কিংসের এই ব্যাটসম্যান।

আবুধাবিতে চলমান পিএসএলে বাবর আজমের মোট রান এখন ৫০১। এই রেকর্ডের পাশাপাশি নতুন আরও মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছেন দুই হাজার রান।

৫৫ ইনিংসে বাবরের রান ২০১৭। ৬৫ ইনিংসে ১৭৬৩ রান নিয়ে বাবরের পেছনে আছেন কামরান আকমল। চলমান পিএসএলে ১০ ম্যাচে ৭১.৫৭ গড়ে বাবর রান করেছেন ৫০১। যার মধ্যে আছে ছয়টি হাফ সেঞ্চুরি। এক আসরে আগের সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল বাবরের। গতবার ১১ ইনিংসে বাবর করেছিলেন ৪৭৩ রান।

বাবরের সামনে এবার আরও রান করার সুযোগ। ইতোমধ্যে পিএসএলের প্লে অফ চূড়ান্ত হয়েছে। দলগুলি হলো ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতান্স, পেশোয়ার জালমি ও বাবরের করাচি কিংস। ফাইনাল পযন্ত খেলতে পারলে তিনি পাবেন তিনটি ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdul Goni ২১ জুন, ২০২১, ১২:৪৭ পিএম says : 0
Best of luck
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন