বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে ঢিলেঢালা লকডাউন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:৫২ পিএম

তৃতীয় দফায় বিশেষ লকডাউন কিছুটা ঢিলেঢালা চলছে। যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস ব্যতীত অন্যসব সড়কে দেখা যাচ্ছে। তেমনিভাবে রিকসা চলাচলও স্বাভাবিক রয়েছে।

নোয়াখালী পৌর এলাকা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের তৃতীয়বারের বিশেষ লকডাউন চলছে।

হাটবাজার, ওষধ ও খাবার হোটেল খোলা রয়েছে। এগুলোতে লোক সমাগম ঘটছে। গত কয়েকদিন নোয়াখালীতে করোনা শনাক্ত বৃদ্ধি পাওয়ায় সতর্কতা হিসেবে সরকারী উদ্যোগে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও সড়কে লোক সমাগম হ্রাস পাচ্ছে না। এ প্রসঙ্গে কয়েকজন খেটে খাওয়া লোকজনের সঙ্গে আলাপকালে তারা জানায়, গত বছরের এপ্রিল থেকে করোনা মহামারির কারনে প্রায় বেকার অবস্থায় আছি। রোজগার না হলে পরিবারের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। লকডাউনের কারনে নিয়মিত কাজ পাওয়া যায় না। এমন অবস্থায়ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজের খোঁজে ঘর থেকে বের হতে হয়। এছাড়া করার কিছুই নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন