শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অনুশীলনে হাজির হয়ে সতীর্থদের চমকে দিলেন এরিকসেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৪:৪১ পিএম

ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে অচেতন হয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। হৃৎপিণ্ড মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় ডেনমার্কের ১০ নম্বর জার্সিধারীর। মাঠেই সিপিআর দেওয়া হয় তাকে। উদ্বিগ্ন ফুটবলবিশ্ব এরিকসেনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে দেয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ডেনমার্কের অনুশীলন ঢুকে সবাইকে চমকে দিলেন এরিকসেন।

ইএসপিএন ফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের মাঝামাঝি সময়ে এরিকসেন মাঠে আসেন। একে একে সবাইকে জড়িয়ে ধরেন।

মিডফিল্ডার ক্রিশ্চিয়ান নরগার্ড এবং ডিফেন্ডার জোয়াকিম মাহেলে বলছেন, হঠাৎ এরিকসেনকে মাঠে দেখে তারা চমকে যান।
নরগার্ড গণমাধ্যমকে বলেন, ‘ওর আসার কথা আমি জানতাম না। দেখে ভালো মনে হয়েছে। গোটা দলের জন্য এটি স্বস্তির খবর।’

২৯ বছর বয়সী এরিকসেনের হার্টে আইসিডি বসিয়েছেন চিকিৎসকেরা। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য ডিভাইসটি বসানো হয়েছে। এর মাধ্যমে হার্টের পরিস্থিতি মনিটর করা যায়।

এরিকসেন এদিন তার সঙ্গী এবং দুই সন্তান নিয়ে মাঠে প্রবেশ করেন। বাসায় যাওয়ার আগে দলের সঙ্গে লাঞ্চ করেন।

ডেনমার্ক প্রথম দুই ম্যাচে ফিনল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে হেরেছে। রাশিয়ার সঙ্গে সামনের ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন