শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার হট স্পট সাতক্ষীরার বড়োবাজার, আজ শনাক্ত ৫০ জন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৬:৪১ পিএম

সাতক্ষীরা সুলতানপুর বড়োবাজারকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্থাণীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ।

রোববার (২০ জুন) স্থাণীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। প্রশাসনের আধিকারিকগণ বলছেন, করোনার সংক্রমণ ঠেকাতে জেলায় কঠোর লকডাউন চলছে। এরমধ্যে মানুষের সুবিধার জন্য সুলতানপুর বড়োবাজার সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। কিন্তু অধিকাংশ দোকানদার নিয়ম ভেঙ্গে সারাদিন প্রতিষ্ঠান খোলা রাখছে। ক্রেতা-বিক্রেতা উভয়ই স্বাস্থ্যবিধি না মেনে বাজারে ভীড় করছেন।
বিষয়টি উদ্বেগজনক মন্তব্য করে আধিকারিকগণ বলেছেন আগামীকাল সোমবার থেকে প্রশাসন বড়োবাজার মনিটরিং করবে । একই সাথে বাজারের ব্যবস্থাপনা কমিটিকেও এব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে,সাতক্ষীরায় আজ ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫০ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ।
বিকেলে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন