মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চাকরির বয়সসীমা বাড়ানো সময়ের দাবি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। দেশে এখনো বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ফলে দেশের অর্থনৈতিক অবস্থাও বিপর্যস্ত। তেমনি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চাকরি প্রত্যাশীদেরও বেহাল দশা। যারা পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে প্রবেশ করে সুন্দর ভবিষ্যৎ দেখার স্বপ্ন দেখছিল তারা আজ হতাশ। করোনায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় জীবন থেকে নষ্ট হতে চলছে। করোনা ভাইরাসের চলাকালীন সময়ে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে। আবার অনেকের বয়স শেষ হওয়ার দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে চাকরি প্রত্যাশীদের দুশ্চিন্তা গ্রাস করছে। আমাদের দেশে বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। অথচ, বিশ্বের ১৯২টি দেশের মধ্যে ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৫৫ বছর। আবার কোথাও কোথাও ৫৯ বছর পর্যন্ত। উত্তর আমেরিকাতে ৫৯ বছরেও একজন নাগরিক সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন। শ্রীলংকা, ইন্দোনেশিয়াতে সরকারি চাকরি প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৪৫। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চাকরির ক্ষেত্রে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। আমাদের দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ এর ঊর্ধ্বে করার জন্য বিভিন্ন সংগঠনসহ চাকরি প্রত্যাশীরা আন্দোলন করে আসছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এর মধ্যে করোনা কারণে চাকরিপ্রার্থীদের আরো হতাশ করে দিচ্ছে। তাই করোনাকালীন সরকারের সব প্রণোদনার পাশাপাশি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা এখন সময়ের দাবি। জাতীয় স্বার্থে, বেকার মুক্ত দেশ গড়তে, শিক্ষিত জনগোষ্ঠীর মেধাকে মূল্যায়ন করতে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশা করি।

মু. সায়েম আহমাদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জারিফ ভূইয়া ২১ জুন, ২০২১, ১০:০১ এএম says : 0
৩২ এখন সময়ের দাবি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন