এর আগেও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি করতে দেবে না। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সাফ জানিয়ে দিলেন পাকিস্তানে কোনো মার্কিন ঘাঁটি হবে না। রোববার এইচবিও এক্সিওসের বরাতে এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এক্সিওসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন ইমরান। আল-কায়েদা, আইসিস বা তালেবানদের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে আমেরিকান সরকারকে পাকিস্তানে সিআইএ-এর অবস্থানের অনুমতি দেবে কি না জানতে চাইলে ইমরান এ বক্তব্য দেন। পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবান। তাদের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, মার্কিন বাহিনীকে ঘাঁটি না দেওয়ার বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। খবর এনডিটিভির। অপর এক খবরে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের ১১৪ জন কর্মী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা হানা দেয়ায় দূতাবাসে বর্তমানে ভিসা কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, যেসব করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন তাদের জন্য অস্থায়ী ওয়ার্ড স্থাপন করা হয়েছে। বেশিরভাগ আক্রান্তরা করোনার টিকা নেননি। দূতাবাস কর্তৃপক্ষ ঘরোয়া বৈঠক নিষিদ্ধ করেছে। তবে একেবারে গুরুত্বপূর্ণ হলে বৈঠকের অনুমতি পাওয়া যাবে। এছাড়া ভেতর ও বাইরের সুইমিং পুল ও জিম বন্ধ করা হয়েছে। সংক্রমণ না কমা পর্যন্ত এসব বিধিনিষেধ জারি থাকবে এবং আক্রান্ত হয়ে এককর্মীর মৃত্যুর কথাও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এনডিটিভি, ইয়াহু নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন