বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন ঘাঁটি হবে না পাকিস্তানে : ইমরান

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ১১৪ কর্মী করোনাক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

এর আগেও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি করতে দেবে না। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সাফ জানিয়ে দিলেন পাকিস্তানে কোনো মার্কিন ঘাঁটি হবে না। রোববার এইচবিও এক্সিওসের বরাতে এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এক্সিওসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন ইমরান। আল-কায়েদা, আইসিস বা তালেবানদের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে আমেরিকান সরকারকে পাকিস্তানে সিআইএ-এর অবস্থানের অনুমতি দেবে কি না জানতে চাইলে ইমরান এ বক্তব্য দেন। পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবান। তাদের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, মার্কিন বাহিনীকে ঘাঁটি না দেওয়ার বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। খবর এনডিটিভির। অপর এক খবরে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের ১১৪ জন কর্মী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা হানা দেয়ায় দূতাবাসে বর্তমানে ভিসা কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, যেসব করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন তাদের জন্য অস্থায়ী ওয়ার্ড স্থাপন করা হয়েছে। বেশিরভাগ আক্রান্তরা করোনার টিকা নেননি। দূতাবাস কর্তৃপক্ষ ঘরোয়া বৈঠক নিষিদ্ধ করেছে। তবে একেবারে গুরুত্বপূর্ণ হলে বৈঠকের অনুমতি পাওয়া যাবে। এছাড়া ভেতর ও বাইরের সুইমিং পুল ও জিম বন্ধ করা হয়েছে। সংক্রমণ না কমা পর্যন্ত এসব বিধিনিষেধ জারি থাকবে এবং আক্রান্ত হয়ে এককর্মীর মৃত্যুর কথাও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এনডিটিভি, ইয়াহু নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ শামসুল আলম ২১ জুন, ২০২১, ৭:৪২ এএম says : 0
এটা পাকিস্তানের ফাকা আস্ফালন! আমেরিকান ধমকে ২০০১ সাল থেকেই তারা অবাধে আমেরিকাকে তাদের আকাশ-ভূমি অবাধে ব্যবহার করতে দিয়েছে আফগানিদের বিরুদ্ধে। কোন মুসলিম প্রধান দেশের শাসকগোষ্ঠীর এমন সাহস শক্তি নেই যে,আমেরিকাকে না বলবে। এমনকি তুরস্কেও ব্যাপক সংখ্যক পরমানু বোমা-অস্ত্রসজ্জিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত বোমারু বিমান ঘাটি রয়েছে; তুরস্কের কুর্দী বিদ্রোহীদের প্রকাশ্যে আমেরিকা অর্থ,অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে গেলেও তুরস্ক আজ পর্যন্ত সেখান থেকে আমেরিকার ঘাটি তুলে দিতে পারেনি।তবে ভারতের এই গার্ডস-পার্টস আছে যে, তারা সব ধরনের সামরিক সহযোগিতা আমেরিকা থেকে পেয়ে গেলেও ভারতের আকাশ-ভূমি ব্যবহার করার প্রস্তাব দেয়ার সাহস পর্যন্ত আমেরিকা পায়নি। অথচ তার সীমান্তে রয়েছে শত্রু রাষ্ট্র শক্তিশালী চীন। আমেরিকা সবসময় মুসলিম রাষ্ট্রগলোকে জুজুবুড়ির ভয় দেখিয়ে তাদের স্বার্থ হাসিলে ব্যবহার করে থাকে। আর এসব দেশের শাসকগোষ্ঠী নির্লজ্জভাবে নিজেদেরকে নিরাপদ ও ধন্য মনে করে।
Total Reply(0)
Zakiul Islam ২১ জুন, ২০২১, ১০:০৮ এএম says : 0
মন্তব্য করে লাভ কি ? আপনারা তো ছাপেন না ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন