শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিকভিটা উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। গতকাল দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কাশি মালতা গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সাবেদা বেগম তার লিখিত বক্তব্যে বলেন, বণসুতা মৌজায় তাদের ৫ একর ১৫ শতাংশ পৈত্রিক জমি রয়েছে। প্রায় ৪০ বছর ধরে তাদের ভোগ দখলে আছে। গত শুক্রবার মো. জাকির হোসেন তার ভূমিদস্যু বাহিনী নিয়ে তাদের ভোগ দখলে থাকা জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে ভূমি দস্যুরা তাদের মারপিট করে। এসময় তারা ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পলিশ আসলে ভুমিদস্যুরা পালিয়ে যায়। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. হাবিবুর রহমান চিনু, নাসিমা বেগম, মর্জিনা বেগম ও মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
এদিকে অভিযুক্ত হাজী মো. জাকির হোসেন জানান, তিনি কারো জমি দখল করেননি এবং তার নামে জমিতে কোন সাইনবোর্ড দেয়া হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন