শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৬ জুন বাইরে মাস্ক পরা থেকে মুক্তি পাচ্ছে স্পেনিসরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৯:০৩ পিএম | আপডেট : ৯:২৬ পিএম, ২০ জুন, ২০২১

বাড়ির বাইরে মাস্ক না পরার অনুমতি আগামী ২৬ জুন থেকে কার‌্যকর করার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ। এতে খুশি সে দেশের সাধারণ মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ জানিয়েছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বেরোলে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। স্পেনর মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -রয়টার্স

করোনাভাইরাসে যে দেশগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়, সেগুলোর মধ্যে অন্যতম স্পেন। করোনার সংক্রমণ দেশে বিপজ্জনক রূপ নিতেই একাধিক কঠিন সিদ্ধান্ত নেয় স্পেনের প্রশাসন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। প্রত্যেকে যাতে বাড়ির বাইরে বেড় হলেই মাস্ক পরেন, সেব্যাপারে প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। স্পেনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ লক্ষ ৫৩ হাজার ২২৮ জন। দেশে করোনার বলি এখনও পর্যন্ত ৮০ হাজার ৬৩৪ জন। একটা সময় করোনা হানায় দিশেহারা ছিল স্পেনে। তবে কঠিন নিয়মানুবর্তিতার ফল মিলেছে। আপাতত করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে ১১ নম্বরে স্পেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন