বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ চেম্বারে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালামসহ ৭ পুলিশ সদস্য ও সমাজসেবা অফিসারকে বরখাস্তের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার কোর্ট।এ সংক্রান্ত গত ১৩ জুন দেয়া হাইকোর্টের পুরো রায় স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

গতকাল রোববার আপিল বিভাগের চেম্বার জাস্টিস ওবায়দুল হাসানের আদালত এই আদেশ দেন। এই আদেশের ফলে চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা বাতিলের রায়ও স্থগিত করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির। শিশুদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম।

প্রসঙ্গত: গত ১৩ জুন বরিশালের বাকেরগঞ্জ থানায় চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ঘটনায় মামলা বাতিল এবং বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ ৭ পুলিশ সদস্য ও সমাজসেবা অফিসারকে বরখাস্তের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উল্লাহর ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে দেওয়ানি মামলার দায়িত্ব দিতে বলা হয়।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের ওপর গতকাল শুনানি শেষে উপরোক্ত স্থগিতাদেশ দেন চেম্বার জাস্টিস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন