বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উচ্ছেদ অভিযান চসিকের ৫২ শতক জায়গা অবৈধ দখলমুক্ত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার) মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাকলিয়া চরচাক্তাই সিটি কর্পোরেশন স্কুল মাঠসংলগ্ন অবৈধভাবে দখলকৃত সিটি কর্পোরেশনের ৫২ শতক জায়গা উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হয়। একই অভিযানে চকবাজার থানাধীন মতি টাওয়ারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এ প্লাস শাড়িঘরকে ৫ হাজার টাকা, নিউ ফেরদৌস ফ্যাশনকে ৫ হাজার টাকা, আমিন কসমেটিক্সকে ৫ হাজার টাকা, আলম ব্রাদার্সকে ৫ হাজার টাকা, গাউছিয়া কসমেটিককে ৫ হাজার টাকা, নিউ সাত রঙকে ৫ হাজার টাকা, আরাধ্য জুয়েলার্সকে ২ হাজার টাকা এবং যথাসময়ে নবায়ন না করার দায়ে ওড়না মিউজিয়ামকে ২ হাজার টাকা ও চয়েজ কালেকশনকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন