শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তিস্তার ৪৪ গেট খুলে দেয়া হয়েছে, বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১০:০৭ এএম

নদ-নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধির ফলে চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তার ৬৩টি চরের মানুষ।

এদিকে অবিরাম বৃষ্টি আর সীমান্তের ওপারে উজানের ঢল নেমে আসায় তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

পাটগ্রামের দহগ্রাম; হাতিবান্ধার গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ী; কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী; আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী; সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে পারে যে কোনো সময়।


রোববার (২০ জুন) সন্ধ্যা ৬টায় হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ ৫২.৪৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে ছিল। স্বাভাবিক পানি প্রবাহ ৫২.৬০ সেন্টিমিটার।

জানা গেছে, গত ১০ দিনে তিস্তার ভাঙনে ৩০টি পরিবারের বাড়িঘর নদীতে বিলিন হয়েছে। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় এলাকার বালুর বাঁধ, সদর উপজেলার গোকুণ্ডা, ইউনিয়নের ভাঙন বেড়েই চলছে। সেখানে বসবাসরত মানুষ আতঙ্কে দিন যাপন করছে।

তিস্তার পানি বৃদ্ধি সম্পর্কে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তা নদীতে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে তিস্তার পানি বৃদ্ধি পেলে বন্যার আশঙ্কা রয়েছে। রোববার সন্ধ্যায় তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Omar Faruque ২১ জুন, ২০২১, ৩:১৫ পিএম says : 0
এইটা কিভাবে বন্যা হয়। ইন্ডিয়া তিস্তার বাঁধের গেট খুলে দিল। এইটা ইন্ডিয়ার আগ্রাসন। কৃত্রিম উপায়ে বাংলাদেশের ক্ষতি করা।
Total Reply(0)
H.m. Jakir ২১ জুন, ২০২১, ৩:১৬ পিএম says : 0
বন্ধুত্বের বন্ধন বুইলে কথা,, সহযোগিতার জোয়ারে ভেসে যাও
Total Reply(0)
শাহ মোহাম্মদুল্লাহ ২১ জুন, ২০২১, ৩:১৬ পিএম says : 0
আজন্ম বন্ধুদের উজ্বল দৃষ্টান্ত!
Total Reply(0)
Layek Ahmed ২১ জুন, ২০২১, ৩:১৭ পিএম says : 0
এ আর নতুন কি? যে পর্যন্ত আরেকটি তিস্তা না বানাতে পারবে বাংলাদেশ ; সে পর্যন্ত এই সমস্যায় থাকবে আমার দেশ!
Total Reply(0)
Shemon Khan Rashel ২১ জুন, ২০২১, ৩:১৭ পিএম says : 0
বাংলাদেশে এতো কাজ হয়। তিস্তার এখানে একটা বাঁধ দেওয়া যায় না। প্রতি বছর একটা বাঁধের কারনে অনেক ক্ষতি হয়।
Total Reply(0)
Murtuza Chowdhury ২১ জুন, ২০২১, ৩:১৮ পিএম says : 0
ভারত প্রতি বছর বর্ষা মৌসুমে তিস্তার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ক্ষতিগ্রস্ত করে। এটা না করলে কি বন্ধুত্ব জমে?
Total Reply(0)
Mamunur Rashid ২১ জুন, ২০২১, ৩:১৮ পিএম says : 0
প্রশাসনে লুকিয়ে থাকা দেশবিরোধী আমলাদের ওএসডি করে হলেও, তিস্তা প্রকল্পের বাস্তবায়ন চাই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন