বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রফতানি করতে আগ্রহী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৭:২৭ পিএম

বাংলাদেশ থেকে মালদ্বীপ তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক আমদানি করতে পারে। সোমবার (২১ জুন) ঢাকাস্থ মালদ্বীপ হাই কমিশনের হাই কমিশনার শিরুজিম্যাথ সামির বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে বিজিএমইএ অফিসে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছরব্যাপী পর্যটকদের আনাগোনা থাকে, তাই সেখানে স্বভাবতই রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে এবং বাংলাদেশী পোশাক রফতানিকারকগন এক্ষেত্রে উল্লেখিত পোশাক সরবরাহ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রফতানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারী আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন