শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি নেতার ইন্তেকাল

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ড আরামবাগ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে গলাচিপা হেলিপ্যাড সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন শোক জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন