শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পূর্ণাঙ্গ রেলস্টেশন চালুর দাবি

প্রগতিশীল জোটের স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোট। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে পুণরায় বি ক্যাটাগরিতে রুপান্তর করণ, ক্ষতিগ্রস্থ সকল অফিসে নাগরিক সেবা নিশ্চিতসহ তাণ্ডবের সাথে জড়িদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম, সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন