শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঋণ লিজ অগ্রিম শ্রেণিকরণ সময়সীমা বৃদ্ধির আহবান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম করোনায় উদ্ভূত পরিস্থিতিতে ঋণ পরিশোধে বাধ্য-বাধকতা ঋণশ্রেণিকরণের সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার আহবান জানিয়েছেন। রোববার এক পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের কাছে তিনি এ আহবান জানান। এতে চেম্বার সভাপতি বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাবস্থা বিরাজ করছে। এই রোগের প্রাদুর্ভাব কখন শেষ হবে তাও অজানা। এর বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং এ বাস্তবতা মেনে নিয়ে তা নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বিআরপিডি ও ডিএফআইএম সার্কুলারের মাধ্যমে চলতি বছরের জুন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ ও ঋণের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দিক-নির্দেশনা দিয়েছে। বিদ্যমান সকল মেয়াদী চলমান তলবী লিজ অগ্রিম ঋণের কিস্তিসমূহের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন