বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে ভারী বর্ষণ, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১০:১১ এএম

রাজধানীতে কয়েকদিন ধরে টানা বর্ষণে অনেক স্থানে পানি জমে গেছে কিংবা ডুবে গেছে। এতে করে নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সড়কগুলো তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি থেমে থেকে হচ্ছিল। এতে দুর্ভোগে পড়ে কর্মস্থলমুখী মানুষ।

পরিবহন স্বল্পতার পাশাপাশি সৃষ্টি হয় যানজটেরও। বেশি ভাড়া নেয় সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীকোর্টে ৭৮ মিলিমিটার, সন্দ্বীপে ৬৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ৫০ মিলিমিটার এবং মোংলায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন