বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না গণপরিবহন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১১:১৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আবার ভয়াবহ দিকে যাওয়ার প্রেক্ষাপটে রাজধানীকে অবরুদ্ধ করে ফেলায় দূরপাল্লার কোনো যানবাহন ঢুকতে পারছে না। মঙ্গলবার সকাল থেকে ঢাকার প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে শত শত গাড়ি আটকে আছে; তৈরি হয়েছে ব্যাপক যানজট।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান জানান, “লকডাউনের কারণে অন্য জেলা থেকে আসা গণপরিবহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাদের ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।”
সোমবার সাত জেলা অবরুদ্ধ থাকার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম জানান। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।
মঙ্গলবার সকাল থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
দেশের যে কোনো স্থান থেকে ঢাকায় ঢুকতে হলে মানিকগঞ্জ কিংবা নারায়ণগঞ্জ কিংবা মুন্সীগঞ্জ কিংবা গাজীপুর হয়েই আসতে হয়।
মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্ত জানানোর পর রেলপথ বিভাগ থেকে জানানো হয়েছে, ট্রেন এসব জেলার উপর দিয়ে চললে থামবে না।
আর বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরপাল্লার সব বাস, লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
এদিকে ঢাকার প্রবেশমুখে যানজটে আটকা পড়ার বিষয়টি অনেকেই ফেইসবুকের পরিবহন ও ট্রাফিক পাবলিক গ্রুপগুলোতে জানাচ্ছেন। কেউ আটকা পড়েছেন কুমিল্লার দাউদকান্দিতে, কেউবা নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজের গোড়ায়। বাধ্য হয়ে অনেকেই হেঁটে রওনা হয়েছেন গন্তব্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Iqbal Hossain Ripon ২২ জুন, ২০২১, ১১:৫৩ এএম says : 0
শুরু হয়ে গেছে আবার খেলা সামনে ঈদ লকডাউন তো হবেই
Total Reply(0)
Wahid Ujjaman ২২ জুন, ২০২১, ১১:৫৪ এএম says : 0
সৌদি আরব সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নিচ্ছে, আর বাংলাদেশ আরো কঠোর হচ্ছে!
Total Reply(0)
Md Arifur Rahman Molla ২২ জুন, ২০২১, ১১:৫৪ এএম says : 0
জরুরী সেবা আর পণ্যবাহী গাড়ী ছাড়া সব ধরনের গাড়ী বন্ধ করুন।
Total Reply(0)
সোলায়মান ২২ জুন, ২০২১, ১১:৫৭ এএম says : 0
করোনাতো আর লকডাউন মানেনা।মুর্খতায় দেশ ভরে গেছে। কোনো জীবাণুই সবসময় আক্রমণ করেনা। বাতাসই হচ্ছে জীবাণু।
Total Reply(0)
নওরিন ২২ জুন, ২০২১, ১১:৫৭ এএম says : 0
সঠিক সিদ্ধান্ত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন