শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাল্টে যেতে পারে ইউরোর সেমিফাইনাল-ফাইনালের ভেন্যু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৩:৩৩ পিএম | আপডেট : ৪:৫৯ পিএম, ২৫ জুন, ২০২১

১২ জুলাই লন্ডনের ওয়েম্বলি ফুটবল স্টেডিয়ামে ইউরোর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দুটি সেমিফাইনালও একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা।

কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যে কোভিড পরিস্থিতি আবার খারাপ হওয়ায় লন্ডন থেকে ইউরোর ফাইনাল ও সেমিফাইনাল সরিয়ে নেওয়ার আহ্বান করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও ধ্রাগি।

বুধবার বার্লিনে চ্যান্সেলর আঞ্জেলো মার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচ লন্ডন থেকে সরিয়ে নেওয়ার আহ্বান করেন তিনি। মারিও বলেন, ‘ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল এমন জায়গায় আয়োজন করা ঠিক হবে না যেখানে কোভিড পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’

সোমবারের খবর অনুযায়ী, যুক্তরাজ্যে নতুন ১০,৬৩০ জন কোভিড পজিটিভ হয়েছেন। যারা নতুন আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। যা সর্বপ্রথম ভারতে পাওয়া যায়।

পাবলিক হেলথ অথোরেটিস জানিয়েছেন, নতুন আক্রান্তের মধ্যে ৯০ শতাংশর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। যে ভ্যারিয়েন্টের কারণে ভারতে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে ইউরো সরে যেতে পারে এমন আভাস অবশ্য আগেই দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সপ্তাহে তিনি জানান, ইউরো ২০২০ এর মূল ম্যাচগুলি লন্ডন থেকে সরিয়ে নিলে তার ইতিবাচক সাড়া থাকবে।

বার্তা সংস্থা এএফপি ইউয়েফার সূত্রের বরাত দিয়ে বলছে, ইউরোপের গর্ভনিং বডি এরই মধ্যে দুটি সেমিফাইনাল ওয়েম্বলি থেকে বুদাপেস্টে সরিয়ে নিয়েছে। তবে ফাইনাল নিয়ে এখনও সিদ্ধান্ত আসেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন