বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় করোনায় প্রাণ গেল আরও ৫ জনের

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৩:৪৩ পিএম

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এরইমধ্যে আমরা হাসপাতালকে করোনা ডেডিকেটেড করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু নির্দেশনা না আসায় সেটি এই মুহূর্তে কার্যকর করা যাচ্ছে না। তাই এ অবস্থায় আমরা পরিস্থিতি সামলে নিয়ে সেবা অব্যাহত রাখতে জরুরি সভা আহ্বান করেছি।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৩২৩টি নমুনা পরীক্ষায় আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৩৯ দশমিক ০১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৯৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন