শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত দখলে নিল তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১০:০৫ পিএম

তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের প্রধান সীমান্ত দখলে নেওয়ার দাবি করেছে তালেবান গোষ্ঠী। মঙ্গলবার শির খান বন্দর দখলে নেওয়ার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাতের আশঙ্কায় ইতোমধ্যে সেখানকার নিরাপত্তা চৌকির আফগান বাহিনী এলাকা ত্যাগ করেছে। কেউ কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।

মঙ্গলবার কুন্দুজ প্রদেশের কাউন্সিল সদস্য খালিদিন হাকমি বলেন, দুর্ভাগ্যবশত সকালে ঘণ্টাখানেক লড়াই হয় সশস্ত্র তালেবান সদস্যদের সঙ্গে। অতর্কিত হামলা চালিয়ে শির খান বন্দর, শহর ও তাজিকিস্তান সীমান্তের সকল চেকপোস্ট দখলে নিয়েছে তারা।’

এক আফগান সেনা কর্মকর্তা এএফপি সংবাদমাধ্যমকে জানান, আমরা নিরাপত্তা চৌকি থেকে সরতে বাধ্য হয়েছি। কিছু সৈন্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানের দিকে পালিয়ে গেছে। শত শত তালেবান সদস্য আক্রমণ চালায়। পরিস্থিতি খুবই জটিল। আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে শির খান বন্দরটি অবস্থিত। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় অর্জন বলে ধারণা করা হচ্ছে।

সীমান্ত দখলের ঘটনা নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘কুন্দুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনারের সঙ্গে সব সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছেন।’

উল্লেখ্য, সীমান্তটি ৭০০ মিটার একটি সেতু দ্বারা চিহ্নিত করা হয়। কেন্দ্রীয় এশীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থায়নে ২০০৭ সালে সেতুটি নির্মিত হয়েছিল। শির খান একটি প্রশস্ত শুকনো বন্দর যা দিনে এক হাজার গাড়ি পরিচালনায় সক্ষম।

কুনদুজ প্রদেশের চেম্বার অব কমার্সের মুখপাত্র মাসুদ ওয়াহদাত বলেন, ‘শির খান বন্দর যখন দখল করা হয় তখন ১৫০টি পণ্যবাহী ট্রাক সেখানে ছিল। আমরা জানি না এগুলোর কী হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি হবে একটি বিশাল অর্থনৈতিক ক্ষতি।’

গত মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকেই তালেবানের হামলা অনেক বেড়ে গেছে। তালেবান বিষয়ে কথা বলতে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন