মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশাল মহানগরীতে করোনার উদ্বেগজনক বিস্তার

দক্ষিণাঞ্চলে সংক্রমণ ক্রমশ সংকটজনক পর্যায়ে যাচ্ছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ২:২০ পিএম

বরিশাল মহানগরীতে উদ্বেগজনক বিস্তার দক্ষিণাঞ্চলে করোনা মহামারী ক্রমশ সংকটজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিনই মহানগরীতে করোনার বিস্তার ঘটলেও তা নিয়ে নুন্যতম কোন পদক্ষেপ নেই নগর প্রশাসনের। বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুনকরে সনাক্ত ৮৩ জনের মধ্যে ৩৪ জনই বরিশাল মহানগরীতে। যা সাম্প্রতিককালে একদিনে আক্রান্তের সর্বোচ্চ। নগরীর বাইরে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ১৭ জন। গত মঙ্গলবার মহানগরীতে আক্রান্তের সংখ্যা ছিল ২৪, সোমবারে ২০, রোববারে ১৬ এবং গত শণিবারে আক্রান্তের সংখ্যা ছিল সাম্প্রতিককালের দ্বিতীয় সর্র্বোচ্চ ৩৩ জন।
চলতি মাসের প্রথম ২৩ দিনে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় ৫ হাজার ৮৩৪ জনের নমুনা পরিক্ষায় ১ হাজার ৩১৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মারা গেছেন ৯ জন। আর মে মাসের ৩১ দিনে এ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ছিল ৯০৩। তবে গত মাসে মৃত্যু হয়েছিল ২১ জনের।

বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৪২১ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ছিল ৮৩। সনাক্তের হার প্রায় ২০%। এনিয়ে গত ১৫ মাসে দক্ষিণাঞ্চলে ১ লাখ ১২ হাজার ৮৩৭ জনের নমুনা পরিক্ষায় ১৬ হাজার ৫৫১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। গড় সনাক্তের হার বুধবারে দশমিক ২ শতাংশ বেড়ে ১৪.৭০%-এ উন্নীত হয়েছে। তবে বুধবার দক্ষিনাঞ্চলে কোন মৃত্যু সংবাদ ছিলনা বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এপর্যন্ত দক্ষিনাঞ্চলে যে ২৯৬ জনের মৃত্যু হয়েছে তার ৬৮ জনই বরিশাল মহানগরীতে। আর মহানগরী সহ বরিশাল জেলায় মৃতের সংখ্যা ১২৬। বুধবার দক্ষিণাঞ্চলে মৃত্যুহার বুধবারে দশমিক ১% কমে ১.৭৯%-এ হ্রাস পেয়েছে।
বুধবারে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল ঝালকাঠীতে ১১ জন। বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠীর পৌরসভা ও ইউপি নির্বচনের প্রচারনা থেকেই সংক্রমন বাড়তির দিকে। ৪ উপজেলার ছোট এ জেলায় ইতোমধ্যে ১ হাজার ৪৭৬ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৩১ জন। জেলাটিতে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ১৯.২৩%। মৃত্যুহারও দ্বিতীয় সর্বোচ্চ ২.১০%।

গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে নতুন আক্রান্তের সংখ্যা ৭। জেলাটিতে এপর্যন্ত ২ হাজার ৪শ আক্রান্তের মধ্যে মারা গেছেন ৫৩ জন। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.২১%। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে মাত্র ২৯ জনের নমুনা পরিক্ষায় এ ৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। সনাক্তের হার ২৪%-এর কাছে।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় মাত্র ৩২ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ২ হাজার ৮ জন আক্রান্তেরে মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমনে। এ দ্বীপজেলায় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ, ১.২৯%। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা পরিক্ষায় ৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৯৫ জন আক্রান্তের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এপর্যন্ত গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮.৮০%। মৃত্যুহার, ১.৬৯%।

বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা পরিক্ষায় দু জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ, ৯.৫২% হলেও মৃত্যুহার অঞ্চলের তৃতীয় সর্বোচ্চ ২.০৮%। সাগর পাড়ের এ জেলাটিতে এপর্যন্ত ১৩ হাজার ৬১৪ জনের নমুনা পরিক্ষায় ১ হাজার ৩৪৬ জনের দহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮ জন।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন