বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা টিকা উৎপাদনের শেষ পর্যায়ে তুরস্ক, ১ জুলাই থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৬:৩৮ পিএম

তুরস্ক উদ্ভাবিত বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধী টিকা চলতি বছরের শেষ দিকে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সাথে আগামী ১ জুলাই থেকেই রাতের কারফিউ ও সপ্তাহের নির্দিষ্ট দিনের লকডাউনসহ অন্যান্য সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২২ জুন) এক বক্তৃতায় দেশটির প্রেসিডেন্ট সুসংবাদ দিয়ে বলেন, তার দেশ যে করোনার টিকা উৎপাদন করতে যাচ্ছে তা আমাদের জনগণের পাশাপাশি ব্যবহার করতে পারবেন সারা বিশ্বের মানুষ।

করোনার মহামারি আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করার পাশাপাশি সম্ভাবনার নতুন দুয়ারও উন্মোচন করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন, করোনাকালে স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিয়েছে তুরস্ক। পাশাপাশি উৎপাদন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে তার দেশ।

এর আগে গত সোমবার আঙ্কারায় এক টেলিভিশন ভাষণে তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্ক পুরোপুরিভাবে লকডাউন তুলে নিতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে রাতের কারফিউ ও সপ্তাহের নির্দিষ্ট দিনের লকডাউনসহ অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সূত্র : ডেইলি সাবাহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Saifullah ২৪ জুন, ২০২১, ২:৫৩ এএম says : 0
We need Turkish vaccine. We don't want Indian false vaccine
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন