বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অক্টোবরে ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৬:৫৪ পিএম

ছয় দেশের অংশগ্রহণে আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। এতে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইরান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। ১৫ অক্টোবর থেকে টুর্নামেন্ট করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে অনুমতিও দেয়া হয়েছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান ও ফেডারেশনের সহ-সভাপতি এরশাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে আটটি গ্রুপে ১২৭জন খেলোয়াড়ের অংশগ্রহণে ২৫ জুন থেকে শুরু হচ্ছে মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশ প্রতিযোগিতা। গুলশান ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, চট্টগ্রাম ক্লাব এবং বিএএফ শাহিন স্কুলে অনুষ্ঠিত হবে সাতদিন ব্যাপী এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার গ্রুপগুলো হলো- উন্মুক্ত পুরুষ (সুপার ডিভিশন), উন্মুক্ত নারী, প্রথম বিভাগ (পুরুষ), মার্কার, ক্লাব সদস্য, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৯ পুরুষ ও নারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন