শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে রাজশাহী মহানগর পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৭:০৪ পিএম

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর সিএন্ডবির মোড় সংলগ্ন আরএমপির নির্মাণাধীন সদর দফতর প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় দুইশজন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পুলিশ কমিশনার বলেন, লকডাউনের কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। কষ্টে থাকা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, উপ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন