বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুলিশ দূরে থাকলে দোকান খোলা, এলেই বন্ধ : ফুলতলায় ৪৪ হাজার টাকা জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৭:১০ পিএম

পুলিশ দূরে থাকলে দোকান খোলা হয়, এলেই বন্ধ। লকডাউনে এমন লুকোচুরি খেলা চলছে খুলনার ফুলতলা উপজেলায়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন আজ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ৯ জনকে ৪৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হচ্ছে। ব্যবসায়ীরা লকডাউন ফাঁকি দিয়ে দোকান ব্যবসা প্রতিষ্ঠান খুলছে-এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে রফিক সড়কস্থ জমজম বস্ত্রালয়কে ১২ হাজার এবং ঐ দোকানে সমিতির কিস্তির টাকা আদায় করতে আসা মৌসুমীকে ১শ টাকা, নিউ রনি ক্লথ স্টোরকে ৩ হাজার, ফারাজি হার্ডওয়ারকে ৫ হাজার, রানা ভুঁইয়াকে ১ হাজার এবং সাগর গাজীকে ১ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে বেজেরডাঙ্গায় মুসলিম হোটেলে উপচে পড়া ভিড়ে খাবার পরিবেশনকালে ভ্রাম্যমান আদালত ২২ হাজার টাকা জরিমানা করে।

এদিকে, এসিল্যান্ড রুলী বিশ্বাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলার শিরোমনিস্থ বাজারে পরিচালিত অভিযানে মাস্ক ব্যবহার না করায় আঃ রহমান ও মিলনকে ৫শ’ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন