বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেশি সন্তান জন্ম দিলে লাখ রুপি পুরস্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০২ এএম

ভারতের আসাম ও কয়েকটি রাজ্য যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তাননীতি চালু করেছে তখন মিজোরামের এক মন্ত্রী উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। রাজ্যটির ক্রীড়ামন্ত্রী রবার্ট রমাইয়া রয়তে ঘোষণা দিয়েছেন, তার সংসদীয় আসনে যে পরিবার সবচেয়ে বেশি সন্তান জন্ম দেবে তাদেরকে এক লাখ রুপি নগদ পুরস্কার দেয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। রবিবার বাবা দিবসে এই ঘোষণা দেন রমাইয়া রয়তে। তিনি রাজ্যটির আইজাউল প‚র্ব-২ আসন থেকে নির্বাচিত হয়েছে। তিনি মিজোদের বড় পরিবার গড়ে তুলতে উৎসাহিত করছেন। সন্তানের সর্বনিম্ন বা সর্বোচ্চ সংখ্যা কত থাকলে অভিভাবক আর্থিক পুরস্কার পাবেন তা ঘোষণা করেননি মিজোরামের মন্ত্রী। তিনি বলেন, মিজোরামে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন। জাতীয় জনসংখ্যার ঘনত্ব ৩৮২ থেকে অনেক কম। কয়েক বছর ধরে মিজো জনগণের মধ্যে বন্ধ্যাত্ব ও জন্মের হার কমে যাওয়া গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়তে জানান, এই পুরস্কারের অর্থ প্রদান করবে তার ছেলের মালিকানাধীন নর্থ ইস্ট কনসালটেন্সি সার্ভিস নামের প্রতিষ্ঠান। ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মিজোরামের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাজার। এটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্যের তালিকায় দ্বিতীয়। রাজ্যটির আয়ত প্রায় ২১ হাজার ৮৭ বর্গকিলোমিটার। এর মধ্যে ৯১ শতাংশই পাহাড়ি জঙ্গল। ইন্ডিয়া টুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন