শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহামারিতেও বিশ্বে কোটিপতি হয়েছে ৫০ লাখের বেশি মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও ২০২০ সালে বিশ্বে ৫০ লাখের বেশি মানুষ মিলিয়নিয়ার বা কোটিপতি হয়েছেন। মহামারির কারণে যখন বিশ্বের অনেক দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন, সেখানে কোটিপতিদের সংখ্যা ৫২ লাখ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৬১ লাখে। এমনটাই উঠে এসেছে ক্রেডিট সুইসের গবেষণায়।

২০২০ সালে প্রথমবারের মতো ১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোটিপতি হয়েছেন। শেয়ার বাজারের ক্ষতি কাটিয়ে ওটার পাশাপাশি বাড়িঘরের মূল্য বৃদ্ধি পাওয়ায় কোটিপতিদের সংখ্যা বাড়ায় মূল ভূমিকা রেখেছে। গবেষকেরা জানিয়েছেন, ধনসম্পদ বৃদ্ধির বিষয়টি মহামারির কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেকে যেন একেবারেই আলাদা। অর্থনীতিবিদ এবং গ্লোবাল ওয়েলথ রিপোর্টের লেখক অ্যান্থনি শোরকস বলেছেন, ‘মহামারির কারণে বিশ্ব বাজারের ওপর একটি স্বল্পমেয়াদি প্রভাব পড়েছিল, তবে ২০২০ সালের শেষ নাগাদ তার বেশির ভাগ কাটিয়ে ওঠা গেছে।’ তিনি আরও জানান, মহামারিতে বিশ্বের ধনীদের সম্পদ শুধু যে স্থিতাবস্থায় থেকেছে তা নয়, বরং বছরের দ্বিতীয় ভাগে তা আরও বৃদ্ধি পায়। সূত্র : বিবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন