বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কানাডায় অন্য একটি আদিবাসী স্কুলের পাশে গণকবরের সন্ধান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৬:৩৬ পিএম

কানাডার সাচকাচেওয়ান প্রদেশে একটি সাবেক আবাসিক স্কুলের পাশে কয়েকশ গণকবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ,এসব কবরের বেশিরভাগই শিশুদের। প্রদেশটিতে ৭৪টি জাতিগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে। -ডয়েচে ভেলে

বুধবার ফেডারেশন অব সভরেইন ইনডিজিনাস ফার্স্ট নেশন্স এক বিবৃতিতে জানিয়েছে, কবরগুলো সাবেক ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের কাছে অবস্থিত। ফেডারেশন কবরের সঠিক সংখ্যা জানায়নি। তবে এইসব কবর কানাডার সাম্প্রতিক ঘটনাবলীতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। কিছুদিন আগে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলের পাশে কবরের সন্ধান পাওয়া যায়। ওই সব কবরের মধ্যে ২১৫টি শিশুর লাশ ছিল। এতে সারা পৃথিবীব্যাপী হৈ চৈ পড়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন