বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন ঘোষণা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৬:৪৬ পিএম

ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুন) বেলা বারোটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা শেষে আংশিক লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার জুন (২৫ জন) সকাল ছয়টা থেকে এ লকডাউন কার্যকর হবে। লকডাউন আওতাভুক্ত এলাকা গুলো হচ্ছে নগরীর মাসকান্দা বাসষ্ট্যন্ড, চরপাড়া নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা, নওমহল, আকুয়া আরকে মিশন রোড, গাঙ্গিনাপাড়, বাউন্ডারী রোড,পাটগুদাম এবং কাচিঝুঁলি এলাকা।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম। তিনি জানান, ময়মনসিংহ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা কমিটির সদস্যবৃন্দ সভা করে মহানগরীর আংশিক কিছু এলাকায় সাত দিনের জন্য লকডাউন দেয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরো জানান, লকডাউন এলাকায় দোকানপাট যানবাহন ও চলাচল বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হবে না। লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর আছেন বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন