বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৫ এএম

নিখোঁজ এমপির সন্ধান চেয়ে পোস্টার
রাজ্যের নির্বাচনের পর থেকেই আর এলাকায় খোঁজ মিলছে না এমপির। এমন অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি দলীয় এমপি বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে। তাই তার সন্ধান চেয়ে জামুরিয়া বিধানসভা এলাকায় পোস্টারিং করা হয়েছে। তার ছবিসহ সেই পোস্টারে বলা হয়েছে, ‘গুমশুদা কি তলাশ।’ যার বাংলা করলে দাঁড়ায়, নিরুদ্দেশের খোঁজে। জামুরিয়া বাজার এবং বাসস্ট্যান্ড চত্বরে এই পোস্টার দেখা গেছে। জানা গেছে, জামুরিয়া নাগরিকবৃন্দের ব্যানারে এই পোস্টার লাগানো হয়েছে। যদিও বিজেপি এই কাজের জন্য তৃণম‚ল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।


টিকে গেলেন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে অনাস্থা ভোটে টিকে গেছেন। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের এই ভোটাভুটির মধ্যদিয়ে তিনি এই গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন। দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেওয়া হয়। বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়। এএফপি।


বৃদ্ধা নিহত
থাইল্যান্ডের একটি অস্থায়ী কোভিড হাসপাতালে গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধা রোগী নিহত হয়েছে। সাবেক এক সেনা সদস্য বৃহস্পতিবার ওই হামলা চালায়। নিহত রোগীর বয়স ৫৪ বছর। পুলিশ জানিয়েছে, অস্থায়ী ওই হাসপাতালে এলোপাতাড়ি গুলি চালানোর আগে একটি স্টোরের কর্মীকে গুলি করে হত্যা করেন ওই সাবেক সেনা সদস্য। কী কারণে তিনি এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। সন্দেহভাজন ওই হামলাকারী মনে করেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া সবাই মাদকাসক্ত। সে কারণেই হয়তো তিনি এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।


কাঠ পাচারে
কাঠ পাচারের অভিযোগে ব্রাজিলের বিতর্কিত পরিবেশমন্ত্রী রিকার্ডো সলাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পাচার অভিযোগ বিষয়ে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয়ার মাত্র এক মাস পর বুধবার তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন। এক সংবাদ সম্মেলনে ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদে ৪৬ বছর বয়সী সলাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’ রয়টার্স।


অসহায়
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে ‘অসহায়’ আখ্যা দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেসে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক সাক্ষাৎকারে এ কথা বলেন রানি। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে এ সাপ্তাহিক বৈঠক সরাসরি সাক্ষাতের মাধ্যমে অনুষ্ঠিত হতো। কিন্তু করোনাকালে রানি ও বরিসের সাক্ষাৎ বন্ধ ছিল প্রায় ১৫ মাস। সংক্রমণ কমতে থাকায় আবারও শুরু হয়েছে সেসব আনুষ্ঠানিকতা। বৈঠকে বরিসকে রানি বলেন, ‘মাত্র আমি আপনার স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বললাম, তিনি অসহায়। তিনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলতে এসেছিলেন।’ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন