শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করেননি কোন প্রার্থী : কাল প্রতীক বরাদ্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৭:৪৭ পিএম

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থীই প্রত্যাহার করে করেননি, সিলেট-৩ আসনে প্রার্থীতা। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন বলেন, আগামীকাল (শুক্রবার) সকালে তাদের মধ্যে বরাদ্দ দেয়া হবে প্রতীক। উপনির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী আজ ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসন (নং ২৩১)। চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির এমপি আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করেন। এরপর ১৫ মার্চ এটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে গত ১৫ জুন মনোনয়ন জমা দেন মোট ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া, ফাহমিদা হোসেন লুমা এবং শেখ জাহেদুর রহমান মাসুম। এর মধ্যে ফাহমিদা ও মাসুম ছাড়া সবার মনোনয়নপত্র ১৭ জুন বৈধ ঘোষণা করে নির্বাচন অফিস। দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় ফাহমিদা ও মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে তারা আপিল করলেও আগের রায় বহাল রাখে নির্বাচন কমিশন। ফলে তারা দু’জনই নির্বাচন থেকে বাদ পড়েন। এদিকে, বহাল থাকা চার প্রার্থীর মধ্যে কাল শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বরাদ্দ দেয়া হবে প্রতীক। উল্লেখ্য, সিলেট-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। ভোটকেন্দ্র ১৪৯টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন