বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে ৪ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৫ এএম

গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের। ভারতের উত্তরপ্রদেশের রাজপুর কেসারিয়া গ্রামের একটি সিমেন্টের গুদাম থেকে ওই ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়। মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার পবন কুমার বলেছেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গোবরের কেকের গ্যাস থেকেই তাদের মৃত্যু হয়েছে। তিনি জানান, ওই বেজমেন্টে অর্ধ-শুকনো গোবরের কেক রাখা ছিল। সেগুলো থেকে বিষাক্ত গ্যাস বের হয়। যা নিঃশ্বাসের মাধ্যমের তাদের পেটে ঢুকে এবং তার দমবন্ধ হয়ে মারা যায়। পুলিশ জানায়, সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। রাজেন্দ্র, তার দুই ছেলে হরকেশ এবং প্রীতম এবং তাদের চাকর রমেশসহ তারা ওই আন্ডারগ্রাউন্ড সিমেন্ট স্টোর কাজ করছিল, তখনই এ ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে রাজেন্দ্রের স্ত্রী তাদের ডাক দেয়। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ খুঁজে পায়। পবন কুমার জানান, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লাশগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন