বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফাইনালের আগে বরখাস্ত দুই ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৮:০০ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মুলতান সুলতান্সের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো পেশোয়ার জালমি। স্বাস্থ্য এবং সুরক্ষা বলয় ভাঙার দায়ে দলটির দুই ক্রিকেটার হায়দার আলী এবং উমাইদ আসিফকে এই ম্যাচটি থেকে বরখাস্ত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

এই দুজনের বিরুদ্ধে অভিযোগ তারা পেশোয়ার দলের জৈব সুরক্ষা বলয়ে থাকার পরেও সুরক্ষা বলয়ের বাইরের মানুষের সঙ্গে সাক্ষাত করেছেন। এমনকি কথা বলার সময় পূর্বে নির্ধারণ করে দেয়া সামাজিক দূরত্বও বজায় রাখেননি।

এই ঘটনাটি ঘটে গতকাল (বুধবার) বিকেলে। আর আজ (বৃহস্পতিবার) সকালে এই দুই ক্রিকেটারকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায় পিএসএলের কোভিড ম্যানেজমেন্ট প্যানেল। এই প্যানেলটি ব্যারিস্টার সালমান নাসের এবং বাবর হামিদের সমন্বয়ে গঠিত।

এই দুই ক্রিকেটার পিএসএলের ফাইনালে তো খেলতে পারবেনই না একই সঙ্গে পেশোয়ারের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে কোন ধরনের সাক্ষাতও করতে পারবেন না। তাদের দুজনকে আগামী ১৪ দিন রুমে আইসোলেশনে থাকতে হবে।

এই ঘটনার জের ধরে অবশ্য হায়দারকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন শোয়েব মাকসুদ। শোয়েব অবশ্য চলমান পিএসএলে দারুণ খেলেছেন।

১১ ম্যাচ খেলে এই ব্যাটসম্যান ৪০.৩৩ গড়ে করেছেন ৩৬৩ রান। এ ছাড়াও শোয়েব পাকিস্তানের হয়ে ২৬টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৬ সালে নিউজিল্যান্ডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন