বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নির্বাচনোত্তর সংঘর্ষে কলেজছাত্র নিহত

নবনির্বাচিত ইউপি সদস্যসহ ২২ জনের নামে মামলা, গ্রেফতার চার

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৯:১৭ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে। হত্যাকাÐের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ছোনাউটা গ্রামের আলিম সিকার, আবদুল মালেক, সিরাজ সিকদার ও মো. শাহজাহান।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২১ জুন কাঁঠালিয়ার আমুয়া ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মজিবর রহমান। গত মঙ্গলবার রাতে বিজয়ী মেম্বারের সমর্থকরা স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় পিকনিকের আয়োজন। একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিজয়ী মেম্বার মজিবর রহমানের সমর্থকরা তাকে বেঁধে রাখে। এ খবর পেয়ে ফরুকের লোকজন হোসেনকে ছাড়াতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কলেজছাত্র আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার পরপরই তিনজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন