শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টাকারীদের আটকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা হামলা চালিয়ে তাকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের দ্রুত আটকের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন বিপুল। লিখিত বক্তব্যে তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আমার বাসভবনে বোমা হামলা করা হয়েছে। খুব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি উপজেলার ১৫টি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কোন ধরনের ভোগান্তি ছাড়াই সরকারি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি। মূলত আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে না পেরে বোমা হামলার পথ বেছে নিয়েছে। আমার এই তৎপরতাকে থামিয়ে দিতেই আমার বাড়িতে গভীর রাতে বোমা হামলা চালানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গত বছর সেপ্টেম্বরে আমাকে হত্যাচেষ্টার পরিকল্পনা করা হয়েছে বলে আমি আপনাদের সংবাদ সম্মেলন করে জানিয়েছিলাম। সেই সংবাদ সম্মেলনের পর আমার রাজনৈতিক সহকর্মীরা সরব হন। তারা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে রাজপথে নেমে আসেন। আমি যশোর থেকে সন্ত্রাসের রাজনীতি, গুন্ডামির রাজনীতির অবসান চাই।’

সংবাদ সম্মেলনে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক ক্রীড়া সম্পাদক আবু সেলিম রানা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, পৌর কাউন্সিলর অ্যাড. আসাদুজ্জামান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছিলাম। আলামত দেখে মনে হচ্ছে এটা একটি শক্তিশালী বোমা ছিলো। কারা এর সাথে জড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন