বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফিলিস্তিনিদের জন্য ছারছীনা দরবারের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

আমীরে হিযবুল্লাহ্ ছারছীনা শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহর পক্ষ হতে তার বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রাষ্টদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও বাইতুল মুকাদ্দাস জবরদখলের তীব্র নিন্দা জানান। এ সময়ে তারা ফিলিস্তিনের শাহাদাত বরণকারীদের পরিবার, যুদ্ধাহত ও বাস্তুহারা জনগণের জন্য ত্রাণ বাবদ আর্থিক সহায়তার একটি চেক রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।

এক বিবৃতিতে শাহ্ হুসাইন বলেন, আমাদের এ আর্থিক সহায়তার ধারাবাহিকতা চলমান থাকবে ইন শা আল্লাহ্। এসময় তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদীদের দখলমুক্ত হবার বিষয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। দরবারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন