শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনে বিদেশগামী কর্মীদের আর্ন্তজাতিক ফ্লাইট চালু রাখুন রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ (রাওব)

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১:১৮ পিএম

আসন্ন লকডাউন চলাকালে বিদেশগামী কর্মীদের নির্বিঘœ যাত্রা অব্যাহত রাখতে আর্ন্তজাতিক ফ্লাইট বন্ধ না করার অনুরোধ জানিয়েছে রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ (রাওব)। বৃহত্তর স্বার্থে বিদেশগামী কর্মীদের এবং তাদের সেবা প্রদানের জন্য সীমিত পরিসরে হলেও বিএমইটি ও রিক্রুটিং এজেন্সীকে লকডাউনের আওতাবর্হিভুত রাখার সুব্যবস্থা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এর আশু হস্তক্ষেপ করা হয়েছে। আজ শনিবার রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ (রাওব) সভাপতি ও বায়রার সাবেক অর্থসচিব ফখরুল ইসলাম এক জরুরি বার্তায় এ অনুরোধ জানিয়েছেন। বার্তায় বলা হয়, দেশে পুনরায় করোনা পরিস্থিতি উত্তরোত্তর অবনতির কারণে আগামী সোমবার থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা হতে যাচ্ছে। জনগণের স্বার্থে সরকারের এহেন যৌক্তিক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে আরো বলা হয়, ইতিমধ্যেই কয়েক হাজার কর্মী তাদের ভিসা, এয়ার টিকিট, ইনস্যুরেন্স, সউদী আরবে কোয়ারেন্টিনের জন্য অফেরতযোগ্য হোটেল বুকিং নিশ্চিত করে শুধুমাত্র ফ্লাইটের দিনক্ষণের জন্য অপেক্ষায় আছেন। অধিকন্তু হাজার হাজার কর্মীর অনেকের ভিসা স্ট্যাম্পিং, অনেকের আবার বহির্গমণ ছাড়পত্রও (স্মার্ট কার্ড) গ্রহণ সম্পন্ন করা হয়েছে। এমতাবস্থায় দেশ ও কর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক স্বার্থের বিষয়টি বিবেচনা করে কোনো ভাবেই যেন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করা হয় এবং এই সেক্টরকে জরুরি সেবা খাত হিসেবে লকডাউনের আওতামুক্ত রাখা হোক। যাতে করে বিদেশগামী কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টসহ প্রয়োজনীয় জায়গায় যাতায়ত করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা দরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন