বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শারলটের বিক্ষোভ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র একটি আহত দেশ : ট্রাম্প

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের জের, ওহাইও’র প্রচারণা কর্মকর্তার পদত্যাগ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শারলটের সহিংস বিক্ষোভ প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ‘আহত দেশ’। তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য জাতীয় আপরাধ-বিরোধী এজেন্ডা তৈরির আহ্বান জানান। বৃহস্পতিবার পিট্্সবুর্গে এক জ¦ালানি সম্মেলনে বক্তব্যদানকালে রিপাবলিকান এই প্রার্থী বলেন, এখন দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। আমরা আমাদের এই মনোবলকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবো এবং এক আমেরিকান জাতিতে পরিনত হবো। ওকলাহামায় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার জের ধরে উত্তর ক্যারোলিনার চার্লটে এই সহিংস বিক্ষোভ হয়। ট্রাম্প বলেন, জনগণের প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু তা অন্যের জীবনের ওপর হুমকি সৃষ্টি করে নয়। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল আফ্রিকান-আমেরিকানরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্প বলেন এটা একটা জাতীয় সঙ্কট।
অপর খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওহাইয়ো অঙ্গরাজ্যের মাহোনিং কাউন্টির প্রচারণা শিবিরের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন ক্যাথি মিলার। গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। বারাক ওবামার প্রেসিডেন্ট হবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বলে কিছু ছিলো না এমন মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ক্যাথি মিলার। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশোদ্ভূত নাগরিকদের বিষয়ে এক বর্ণবাদী মন্তব্যে মিলার বলেন, গত ৫০ বছরে কালোরা যদি সফলতা লাভ করে না থাকে তবে তার জন্য দায়ী তারাই। কালোদের সাথে যুক্তরাষ্ট্রে গত ত্রিশ বছরে কোন বৈষম্যমূলক আচরণ করা হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, ওবামার ক্ষমতায় আসার আগে গত ত্রিশ বছরে যুক্তরাষ্ট্রে এমন কিছুই হয়নি যেটাকে বর্ণবাদ বলা যেতে পারে। মিলারের সাক্ষাৎকারটি প্রকাশের পর থেকেই এ ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার ঝড় তোলে। এরই প্রেক্ষিতে ট্রাম্পের মাহোনিং কাউন্টির প্রচারণা শিবিরের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে এবং এটা তার একান্তই ব্যক্তিগত মত মন্তব্য করে মিলার বলেন, আমি আমার প্রচারণা শিবিরের মুখপাত্র নই এবং এটা আমার প্রচারণা শিবিরের কোন বক্তব্যও নয়। এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন