শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দোলেশ্বরের স্বপ্নে মোহামেডানের ধাক্কা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০০ এএম

অবশেষে জয়ের দেখা পেল মোহামেডান। সুপার লিগের প্রথম জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হলো শেষ রাউন্ড পর্যন্ত। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি/এল নিয়মে ২৫ রানে হারায় মোহামেডান। তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়া ৫ উইকেট নিয়েছেন। এবার প্রিমিয়ার লিগে চতুর্থ বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন সিলেটের এই তরুণ।

টস জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডানের ইনিংসের ২.৩ ওভার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে তারা করতে পারে ১০৫ রান। প্রাইম দোলেশ্বর লক্ষ্য ঠিক হয় ১৩ ওভারে ১০৭। রুয়েল-ইয়াসিনের বোলিংয়ে তারা গুটিয়ে যায় ৮১ রানেই। ম্যাচটি জিতলে দোলেশ্বরের রানার্স আপ হওয়ার সম্ভাবনা থাকত প্রবল। হেরে গিয়ে এখন তারা শঙ্কায় চতুর্থ হওয়ার। মোহামেডান সুপার লিগে টানা পাঁচ ম্যাচ হেরে জিতল শেষ ম্যাচ। তাদের অবস্থান অবশ্য বদলাচ্ছে না। লিগ শেষ করছে তারা ষষ্ঠ স্থানে থেকে।
বৃষ্টির পর ভেজা হোম অব ক্রিকেটে ব্যাটিংয়ে নেমে যথেষ্ট দ্রুত রান তুলতে পারছিল না মোহামেডানের টপ অর্ডার। পারভেজ হোসেন (২১ বলে ২৬ রান) ও সাকিল হোসেন (১৯ বলে ১৮ রান) দুজনই বল নষ্ট করেছেন রানের তুলনায়। এ দুজনকে আউট করে যেন মোহামেডানের উপকারই করেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনামুল হক। পরে অধিনায়ক শুভাগত হোম চৌধুরী নেমে ৮ বলে ২৩ রান করলে মোহামেডান ১৩ ওভারে ১০৩ রান তুলতে পারে। মাহমুদুল হাসান ও শুভাগত মিলে শেষ ওভারে ২৬ রান যোগ করে ম্যাচের চেহারা পাল্টে দেন। শেষ পর্যন্ত শুভাগতর ঝড়ই পার্থক্য গড়ে দেয়।
রান তাড়া করতে নেমে প্রাইম দোলেশ্বরকে সামলাতে হয় পেসার ইয়াসিন আরাফাতকে। টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে তিনি আউট করেন। পেসার রুয়েল উইকেট শিকারে যোগ দেন ইনিংসের শেষের দিকে। মোহামেডানের বোলিংয়ে ১১.৪ ওভারে মাত্র ৮১ রানে থামে দোলেশ্বরের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ১৩ ওভারে ১০৫/৫ (পারভেজ ২৬, অভিষেক ৩, শাকিল ১৮, শামসুর ৯, ইরফান ৭, শুভাগত ২৩*, মাহমুদুল ৯*; শফিকুল ২-০-১৪-০, শরিফউল্লাহ ৩-০-৬-১, কামরুল রাব্বি ৩-০-৪৫-০, এনামুল ২-০-১৩-২, ফরহাদ রেজা ৩-০-২৪-০)।
প্রাইম দোলেশ্বর : (লক্ষ্য ১৩ ওভারে ১০৭) ১১.৪ ওভারে ৮১ (ইমরান ১৫, তৌফিক ৮, সাইফ ১১, ফজলে মাহমুদ ১৬, মার্শাল ৫, ফরহাদ ৩, শামীম ৮, শরিফউল্লাহ ৪, শফিকুল ৫*, কামরুল রাব্বি ১, এনামুল জুনি. ২;রুয়েল ২.৩-০-২১-৫, আসিফ ২-০-১৭-১, আবু হায়দার ১-০-১৪-০, ইয়াসিন ৩-০-১১-৪ , শুভাগত ৩-০-১৭-০)।
ফল : মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রুয়েল মিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন