বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিশরে আবাসিক ভবন ধস, চার নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১১:৫৬ এএম

আবাসিক ভবন ধসে মিসরের আলেকজান্দ্রিয়াতে চার নারীর মৃত্যু হয়েছেন। শুক্রবার আল-আটটারিন জেলায় অবস্থিত জরাজীর্ণ ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এএফপি জানিয়েছে, চারজন নিহত ছাড়াও আরো চারজনকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ উপরের তলটি ভেঙে ফেলারও আদেশ দিয়েছিল।
সংবাদ মাধ্যম এএফপি বলছে, চারজন নিহত ছাড়াও নিরাপত্তা কর্মীরা আরো চারজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। উপরের তলটি ভেঙে ফেলারও আদেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
১৯-২০ শতকের গোড়ার দিকের অনেকগুলো ভবন রয়েছে আলেকজান্দ্রিয়া ও কায়রোতে। অনেকগুলো ভবনে সরকারি অফিস রয়েছে। আবার কিছু ভবনে সাধারণ মানুষ থাকেন। দুর্বল কাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে মিশরে প্রায়ই ভবন ধসে পড়ছে। সূত্র: এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন