শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বসতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান হামাসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড পশ্চিম তীরে ইসরাইলিদের ক্রমাগত বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার হামাসের মুখপাত্র আবদুল লতিফ আল-কানউ এক টুইট বার্তায় এই আহবান জানান। টুইট বার্তায় তিনি বলেন, পশ্চিম তীরে দখলদার সরকারের ৩১ বসতি স্থাপনের পরিকল্পনার বিষয়টি বেনেট সরকারের উগ্রতা প্রমাণ করেছে। অধিকার ছাড়াই বসতি স্থাপন, ভ‚মি আত্মস্মাৎ ও আমাদের জনগণকে উচ্ছেদের নীতি অব্যাহত রাখার মাধ্যমে এই উগ্রতা প্রকাশিত হয়েছে। এই দখলদারিত্ব ও বসতি স্থাপনের প্রকল্প প্রতিরোধ করতে আল-কানউ পশ্চিম তীরজুড়ে ইন্তেফাদা ছড়িয়ে দেয়ার এবং গণ প্রতিরোধের আহবান জানান। এর আগে গত বুধবার ইসরাইলের নতুন জোট সরকার পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোতে নতুন ৩১টি ভবন তৈরির পরিকল্পনায় অনুমোদন দেয়। গত ১৩ জুন ক্ষমতায় আসা বেনেট সরকারের এটিই প্রথম অবৈধ বসতি স্থাপন পরিকল্পনায় অনুমোদন। ফিলিস্তিনি ও ইসরাইলি বিভিন্ন সূত্র অনুসারে, বর্তমানে অধিকৃত পশ্চিম তীরে ১৬৪ বসতি ও ১১৬টি আউটপোস্টে প্রায় ছয় লাখ ৫০ হাজার ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন। আন্তর্জাতিক আইন অনুসারে, অধিকৃত ভূখন্ডে সব ইহুদি বসতিকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। ইয়েনি শাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন