শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংক্রমিত জেলাগুলোতে সুচিকিৎসা ও পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ৮:৪৬ পিএম

দেশের বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির অবনতিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকটের প্রেক্ষাপটে দ্রুত সুচিকিৎসা ও প্রয়োজনীয় পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছে বিএনপি। রোববার (২৭ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল জেলা এবং রাজশাহী ও খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে বিএনপি নেতারা।

স্মারকলিপিতে জেলাগুলোতে সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি যেয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

খুলনা জেলা ও মহানগর:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ও মৃত্যুহার আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনগণের জরুরী চিকিৎসা সেবায় সরকারের করণীয় সম্পর্কে বিএনপির দাবি সম্বলিত স্মারকলিপি খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এর কাছে হস্তান্তর করেন খুলনা জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ-সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান, মহানগর বিএনপি নেতা জাফর উল্লাহ খান সাচ্চু, জেলা বিএনপি নেতা মোল্ল্যা খায়রুল ইসলাম ও আবু হোসেন বাবু প্রমুখ।

রাজশাহী মহানগর:

রাজশাহী মহানগর বিএনপি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এবং সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এর হাতে স্মারকলিপি তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইদুর রহমান পিন্টু, ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, এ্যাড. রইসুল ইসলাম, এ্যাড. আলী আসরাফ মাসুম প্রমুখ।

রাজশাহী জেলা:

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মোঃ কাইয়ুম তালুকদারের হাতে রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম, তোফায়েল হোসেন রাজু, আল আমিন সরকার টিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি।

সিরাজগঞ্জ জেলা:

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ রামাপ্রদ রায়ের হাতে স্মারকলিপি তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু, জেলা বিএনপির উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি মীর রুহুল আমিন বাবু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুনর রশীদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. ইন্দ্রজিত সাহা, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মীর্জা আবদুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক ময়নাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আকাশ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আহসান হাবীব উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বগুড়া জেলা:

বগুড়া জেলা বিএনপি’র নেতৃবৃন্দ জেলা সিভিল সার্জন ডা. মোঃ গওসুল আজিম চৌধুরী ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা ড্যাবের সভাপতি ডা. শাজাহান আলী প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা:

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি করোনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জনের অনুপস্থিতিতে অফিস কর্মকর্তা জিয়াউল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু, সাবেক ভিপি মোঃ হায়াত উদ্দৌলা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কেতাবুল ইসলাম টুটুল, যুব বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন, সদস্য মোঃ আঃ খালেক, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ অংগন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শিশিরসহ অনান্য নেতৃবৃন্দ।

নাটোর জেলা:

নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। এসময় পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা:

জয়পুরহাট জেলা বিএনপি করোনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলীর হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক. আমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল প্রমুখ।

সাতক্ষীরা জেলা:

সাতক্ষীরা জেলা বিএনপি সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়েত এর কাছে করোনা প্রতিরোধে ও চিকিৎসা সেবায় জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলীম, পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, বিএনপি নেতা বকুল হোসেন, যুবদল নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা:

নড়াইল জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা বিএনপিসাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি বিএম নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আজিজুর রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ঝিনাইদহ জেলা:

ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ঝিনাইদহ জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. এস এম মশিউর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কামাল আহমেদ পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন