করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া বিধি নিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ব্যবসায়ীকে ৮হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ওই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এআদালত পরিচালনা করেন।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের বিভিন্ন দোকানে সরকারের বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করছে। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন অভিযানে যান। এসময় সংক্রমক রোগ (প্রতিরোধ)ও নির্মূল আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১০ব্যবসায়ীকে ৮হাজার২শত টাকা জরিমানা করা হয় ও একটি ফ্রিজের দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়, সরকার ঘোষিত লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এমন অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন