গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় নতুন করে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে ১ জন। তার নাম ইউনুস আলী (৫৫)। তার বাড়ী ঈশ্বরদী পৌর এলাকার জিগাতলায়। সে পেশায় একজন হোমিও চিকিৎসক ছিলেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তাকে খাজা ইউনুস হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে আক্রান্ত হয়েছে আরও ৫২ জন। মোট ২ শ জনের নমুনা সংগ্রহ করে উক্ত আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জন পজেটিভ এবং বেসরকারি ভাবে রূপপুর ফেমাস স্পেশালাইজড এবং ডি এম এফ আর মুলিকুলার ল্যাবের মাধ্যমে ১ শ ১০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের বেশিরভাগই বহিরাগত এবং ঈশ্বরদীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খানম উপরোক্ত তথ্য সমূহ নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন