করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে খুলনা জেলা ও মহানগরীতে চলমান কঠোর লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনা নবাগত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগে আরোপিত লকডাউনের সময়সীমা আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা ও মহানগর কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার অনুষ্ঠিত হয়। সভায় চলমান কঠোর লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যেহেতু খুলনার করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তাই আগের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং তা আরও কঠোরভাবে কার্যকর করা হবে। পাশাপাশি কর্মহীন মানুষের ঘরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় খাদ্য পৌঁছানো হবে বলে তিনি জানান।
এদিকে, জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সরকার এরপর যদি লকডাউন বিষয়ক নতুন কোনো প্রজ্ঞাপন জারি করে, তবে সেটাই খুলনায় কার্যকর হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন