শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে করোনার ভারতীয় ধরন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০২ এএম

নতুন করে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে করোনার উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ‘ডেল্টা (ভারতীয়) ভ্যারিয়েন্টের’ অস্তিত্ব পাওয়া গেছে, যা ছড়িয়ে পড়ছে বেশ দ্রুতই। কেবল সিডনি শহরে ১২৮ জন শণাক্ত হয়েছেন, যাদের দেহে পাওয়া গেছে করোনার নতুন এ ধরনের সন্ধান। এ কারণে শহরটিকে লকডাউনের আওতায় আনা হয়েছে। শহরটির ৫০ লাখ বাসিন্দাকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি ছাড়াও দেশটির উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ড ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরণ। সে সব এলাকায় এখন পর্যন্ত অল্প সংখ্যক করোনা পজিটিভ শণাক্ত হলেও ব্যাপক হারে ছড়ানোর উচ্চ ঝুঁকি রয়েছে। বেশ কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে একসঙ্গে এটাই প্রথম করোনা ভাইরাসের সংক্রমন বাড়ার ঘটনা।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলীয় সরকার। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন