শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এক নারীর দুই স্বামী

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : এক প্রবাসী স্বামীর অধীনে থেকেই আরেক ব্যক্তির সাথে প্রতারণামূলক ফাও বিয়ের অভিযোগ পাওয়া গেছে হাসিনা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। স্বামী বিদেশ থাকার সুযোগে অপর এক ব্যক্তির সাথে প্রতারণা করে তাকে বিয়ে করে ৭ মাসের গর্ভসহ সহায় সম্পদ লুট করে পুনরায় প্রবাসীর সংসারে পালিয়ে গেছে এই বহুগামীনি ওই নারী। দ্বিতীয় স্বামী খোকন সরকার এই নারীর বিরুদ্ধে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মর্মে একটি মামলা দায়ের করেছে।
মামলায় বলা হয়েছে কুমিল্লা উত্তর জেলার তিতাস উপজেলার প্রথম দশানীপাড়ার মেলাইল্যাবাড়ির আবুল হোসেনের কন্যা হাসিনা আক্তার বর্তমানে ঢাকার কদমতলী থানার মেরাজনগর এলাকায় বসবাস করে। ১০/১২ বছর পূর্বে মনোহরদী উপজেলার চক তাতারদী গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মোঃ ফখরুদ্দ্নি ওরফে আকন্দ মামুনের সাথে তার বিয়ে হয়। স্বামী মালয়েশিয়ায় থাকার সুযোগ নিয়ে হাসিনা বহু যুবককে পরকীয়ার ফাঁদে ফেলে টাকা পয়সা স্বর্ণালঙ্কারসহ সবর্স্ব লুটে নিয়েছে। তার সর্বশেষ শিকার হয়েছে শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত সালাম সরকারের পুত্র মোঃ খোকন সরকার। ফোনে যোগাযোগের সূত্রে হাসিনা, খোকনের সাথে সাথে প্রেমের নামে প্রতারণা শুরু করে। সে তার পূর্ববর্তী বৈবাহিক অবস্থার কথা গোপন করে তাকে বিয়ে করতে খোকনকে প্রলুব্ধ করতো। দুজনের একান্ত ইচ্ছায় কাজী অফিসে গিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর খোকন হাসিনাকে নিয়ে তার নিজ গ্রাম মজলিশপুর বসবাস করতে থাকে। কিছুদিন পরই চাল-চলন আচর আচরণ এবং দিন রাত অজ্ঞাত স্থানে ফোনালাপ নিয়ে খোকনের মনে সন্দেহের সৃষ্টি হয়। এসব ব্যাপার নিয়ে কথা বললে হাসিনা তার সাথে খারাপ আচরণ শুরু করে। এরই মধ্যে হাসিনা অন্তঃস্বত্বা হয়ে পড়লে সে অনেক উদ্বেগাকুল হয়ে পড়ে। এক পর্যায়ে হাসিনা তার ৭ মাসের গর্ভ নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। যাবার সময় নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে খোকন সরকার অনেক খোঁজাখুজি করে হাসিনাকে ঢাকার মেরাজনগরে গিয়ে তার মায়ের সাথে খুঁজে পায়। সেখানে খোকন হাসিনাকে তার বাড়িতে ফিরে আসার কথা বললে সে তাতে অস্বীকৃতি জানায়। টাকা স্বর্ণালংকার ফেরত দিতেও অস্বীকৃতি জানায়। এ সময় তার গর্ভের সন্তানের কথা উঠলে হাসিনা তার আকন্দ মামুনের বলে জানিয়ে দেয়। এব্যাপারে খোকন সরকার, হাসিনার বিরুদ্ধে প্রথমে ঢাকার কদমতলির শ্যামনগর ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাখিল করেন। সেখানে ব্যর্থ হয়ে ঘটনাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ওয়ারীর নিকট দ্বিতীয় দফা অভিযোগ দাখিল করেন। সেখান থেকে ব্যর্থ হয়ে তিনি নরসিংদীর অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন